• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাশিয়ার প্রতি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২২, ০৩:৫১ পিএম
রাশিয়ার প্রতি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিপর্যস্ত বিশ্ব। এর মধ্যেই নতুন করে ইউক্রেনে রুশ সেনা পাঠানোর সিদ্ধান্তে উদ্বেগ বেড়েছে। সম্প্রতি রাশিয়াকে আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন।

বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, “সংলাপ ও পরামর্শের মাধ্যমে যুদ্ধবিরতিতে পৌঁছানো যেতে পারে। যত দ্রুত সম্ভব নিরাপত্তা উদ্বেগ নিরসনে একটি উপযুক্ত সমাধান খুঁজে বের করতে সবপক্ষকে আহ্বান জানাচ্ছি”

জাতিসংঘ সনদের নীতিগুলো বাস্তবায়ন করা জরুরি দাবি করে ওয়াং ওয়েনবিন আরও বলেন, “আমরা সব সময় বলে আসছি সব দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন করা উচিত।”

চীনের এমন আহ্বানের আগে বুধবার (২১ সেপ্টেম্বর) পুতিন জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে ‘আংশিক সেনা সমাবেশ’ করার ঘোষণা দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার রাশিয়া এ ধরনের সেনা সমাবেশ করতে যাচ্ছে। আংশিক সেনা সমাবেশে তিন লাখ রিজার্ভ সেনাকে ডাকা হবে বলে জানান রুশ প্রেসিডেন্ট।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!