• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

চীনে ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৬৫, আহত ১৫০


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২২, ১১:৪৫ এএম
চীনে ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৬৫, আহত ১৫০

দক্ষিণ-পশ্চিম চীনে ভূমিধস ও শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৬৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ।

ভূমিকম্পের এক দিন পর এখনো অন্তত ১৬ জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া নিউজের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

সোমবার সিচুয়ান প্রদেশের লুডিং কাউন্টির একটি পাহাড়ি এলাকায় ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়। তিব্বতীয় মালভূমির প্রান্তে অবস্থিত এলাকাটি ভূগর্ভস্থ টেকটোনিক প্লেটের মিলনস্থলের ওপরে অবস্থিত। তাই সেখানে নিয়মিত ভূমিকম্পে আঘাত হানে। ভূমিকম্পে চেংডুর প্রাদেশিক রাজধানী পর্যন্ত বিশাল এলাকা কেঁপে ওঠে। 

তিব্বতের স্বায়ত্তশাসিত ঐতিহাসিক শহর মক্সি ভূমিকম্পে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ভবন। শরটিতে অন্তত ৩৭ জন নিহতের খবর পাওয়া গেছে।

সিনহুয়া নিউজ জানিয়েছে, ভূমিকম্পের পর ঝুঁকিপূর্ণ ঘরবাড়ি থেকে ৫০ হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ভূমিকম্পে প্রায় ১৫০ জন আহত হয়েছেন।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!