• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

গুগল ম্যাপ অনুসরণ করতে গিয়ে গাড়ি পড়ে নদীতে, নিহত ৩


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৪, ১১:৪৯ এএম
গুগল ম্যাপ অনুসরণ করতে গিয়ে গাড়ি পড়ে নদীতে, নিহত ৩

গুগল ম্যাপ অনুসরণ করে উঠেছিলেন ফাঁকা নির্মাণাধীন সেতুতে। এরপর সোজা সেতু থেকে ছিটকে পড়ল গাড়ি। এতে নিহত হন তিনজন। 

শনিবার (২৩ নভেম্বর) এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের বেরেলিতে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গাড়ির যাত্রীরা গুরুগ্রামের বাসিন্দা। তারা বেরেলিতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। রাস্তা অচেনা হওয়ায়, গুগল ম্যাপই ভরসা ছিল তাদের। কিন্তু জিপিএস ভুল নেভিগেশন করে নির্মাণাধীন সেতুর রাস্তা দেখায়। চালকও সেই পথই অনুসরণ করে এবং ৫০ ফুট উচ্চতা থেকে রামগঙ্গা নদীতে পড়ে যায়।

পরের দিন অর্থাৎ রোববার সকালে স্থানীয় বাসিন্দারা গাড়িটিকে নদীতে পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি উদ্ধার করার চেষ্টা করলেও, গাড়ির দরজা খুলে দেখেন, ভেতরে থাকা তিন যাত্রীরই মৃত্যু হয়েছে। খবর দেওয়া হয় পুলিশে। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুই যুবকের নাম জানা গেলেও, তৃতীয়জনের পরিচয় এখনও জানা যায়নি।

এদিকে মৃতদের পরিবারের তরফে প্রশাসনের বিরুদ্ধেও অভিযোগের আঙুল তোলা হয়েছে। নির্মাণাধীন সেতুতে কেন পথ আটকানোর জন্য ব্যারিকেড ছিল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন। কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবি জানিয়েছেন তারা।

Link copied!