• ঢাকা
  • সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২, ২৯ শাওয়াল ১৪৪৬

ফিলিপিনো সম্প্রদায়ের উৎসবে গাড়ির ধাক্কা, বহু হতাহতের শঙ্কা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ০৬:২৮ পিএম
ফিলিপিনো সম্প্রদায়ের উৎসবে গাড়ির ধাক্কা, বহু হতাহতের শঙ্কা

কানাডার ভ্যানকুভারে লাপু লাপু ডে উৎসবে ভিড়ে গাড়ির ধাক্কায় বহু মানুষের হতাহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। ভ্যানকুভারের ইস্ট অ্যাভিনিউ ও ফ্রেসার স্ট্রিটের মাঝামাঝি একটি জায়গায় এই ঘটনা ঘটেছে।

রোববার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক পোস্ট।

ভ্যানকুভার পুলিশ জানায়, গাড়িটির চালককে গ্রেপ্তার করা হয়েছে। হতাহতের সংখ্যা নির্ধারণ করা যায়নি। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। অনেকের অবস্থা গুরুতর। লাপু লাপু -ডে উৎসবে হাজার হাজার মানুষ সেখানে জড়ো হন।

ভ্যানকুভারের মেয়র কেন সিম বলেন, “লাপু লাপু ডে উৎসবে এমন মর্মান্তিক ঘটনার নজির নেই। আমরা মর্মাহত, ব্যথিত। অনেকেই এই ঘটনায় নিহত হন। আমরা ফিলিপিনো সম্প্রদায়ের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

লাপু লাপু ডে  হচ্ছে এক ধরনের ব্লক পার্টি যা মূলট ফিলিপাইনের একটি স্টিট উৎসব। ফিলিপিনসের জাতীয় বীর দাতু লাপু লাপুর স্মরণে স্থানীয় ফিলিপিনো সম্প্রদায় এই উৎসবের আয়োজন করে থাকে।

কানাডার ব্রিটিশ কলোম্বিয়া প্রদেশে ২৭ এপ্রিল এই উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। এ উপলক্ষ্যে শনিবার ( ২৬ এপ্রিল) সকাল থেকে হাজার হাজার মানুষ উৎসবস্থলে জড়ো হন। সারারাত ধরে চলে উৎসব।

কানাডার একাধিক সংবাদ সংস্থা জানিয়েছে, গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণে নাকি চালক ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটিয়েছে। মানসিক অস্থিরতার কারণে ভিড়ের ওপর গাড়ি চালিয়ে দিয়েছিল কিনা, সেটিও বোঝার চেষ্টা করছে পুলিশ।

Link copied!