• ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর বিবাহবিচ্ছেদ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৩, ১০:৪৩ এএম
কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর বিবাহবিচ্ছেদ

দীর্ঘ ১৮ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তার স্ত্রী সোফি। দুজনের বিচ্ছেদের আইনি প্রক্রিয়া এরই মধ্যে সম্পন্ন হয়েছে।

বুধবার (২ আগস্ট) দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটি বিবৃতিতে এই ঘোষণা করা হয়েছে। ট্রুডো নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে তার আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেছেন।

ট্রুডো তার পোস্টে লিখেছেন, “বিবাহবিচ্ছেদ হলেও আমি এবং সোফি একটি পরিবার হিসেবে থাকব। সন্তানদের স্বার্থে সবাইকে আমাদের গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধ করছি। ধন্যবাদ।”

এদিকে কানাডার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, ট্রুডো ও সোফির বিচ্ছেদে কোনোরকম আইনি জটিলতা সৃষ্টি হয়নি। তারা দুজন মিলে এ সিদ্ধান্ত নিয়েছেন।

বিবৃতিতে আরও জানানো হয়, দুজনেই তাদের সন্তানদের লালনপালনের জন্য এক সুস্থ পরিবেশ তৈরিতে মনোনিবেশ করেছেন। একসঙ্গে আরও সময় কাটাতে আগামী সপ্তাহেই সপরিবার বেড়াতে যাবেন তারা।

২০০৫ সালের মে মাসে বিয়ে করেন ট্রুডো ও সোফি। তাদের তিনটি সন্তান রয়েছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!