• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

চলন্ত বিমানে কেবিন ক্রুকে বিয়ের প্রস্তাব, ভিডিও ভাইরাল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৪, ০৩:৪৪ পিএম
চলন্ত বিমানে কেবিন ক্রুকে বিয়ের প্রস্তাব, ভিডিও ভাইরাল
বিয়ের প্রস্তাবের পর। ছবি : সিএনএন

মাঝ আকাশে চলছে বিমান। যাত্রীরা ছাড়া যে যার দায়িত্ব পালন করছেন। এই অবস্থায় হঠাৎ পাইলটের কাণ্ড দেখে সবাই অবাক। মাইক হাতে নিয়ে চলন্ত বিমানেই কেবিন ক্রুকে বিয়ের প্রস্তাব দেন তিনি। এই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যা ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, ক্যাপ্টেন কনরাড হ্যাংক নামে পোলিশ একজন পাইলট ফুলের তোড়া নিয়ে এই প্রস্তাব দেন। ফ্লাইটটি তখন ওয়ারশ থেকে ক্রাকো যাচ্ছিল। পথেই বান্ধবী পাওলাকে প্রস্তাব দেন তিনি। তারা দুইজনই লোট পোলিশ এয়ারলাইনসে কর্মরত।

কনরাড হ্যাংক যাত্রীদের সামনে তার বান্ধবীর উদ্দেশে বলেন, “আজকের ফ্লাইটে একজন খুব বিশেষ ব্যক্তি আছে। প্রায় দেড় বছর আগে এই চাকরিতে যোগদানের পর আমার পরিচয় হয় সবচেয়ে বিস্ময়কর ব্যক্তির সঙ্গে, যে আমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছে। তুমি আমার কাছে সবচেয়ে মূল্যবান। তুমি আমার সবচেয়ে বড় স্বপ্নপূরণ। তুমি কি আমাকে বিয়ে করবে?”

হ্যাংকের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর পাওলা বিমানের আইলে ছুটে যান তার ভবিষ্যৎ স্বামীকে আলিঙ্গন করতে।

পোস্টটি দেখার পর অনেকেই এই যুগলকে শুভেচ্ছায় সিক্ত করেছেন।

Link copied!