• ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

আত্মহত্যার আগে স্ত্রীকে কেন গুলি করেন, সুইসাইড নোটে লিখে গেলেন ক্যানসার আক্রান্ত ব্যবসায়ী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৫, ০৩:২৩ পিএম
আত্মহত্যার আগে স্ত্রীকে কেন গুলি করেন, সুইসাইড নোটে লিখে গেলেন ক্যানসার আক্রান্ত ব্যবসায়ী
কুলদীপ ত্যাগী ও অনশু ত্যাগী

শপথ করেছিলেন তারা দুজন একসেঙ্গ কাটাবেন বাকি জীবন। কিন্তু সবকিছু এলোমেলো করে দিল যখন স্বামী শরীরে বাসা বেঁধেছে ক্যানসার। ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে এক আবাসন ব্যবসায়ী স্ত্রীকে গুলি করে হত্যা করেন এবং পরে আত্মহত্যা করেন। বুধবার (১৬ এপ্রিল) এ ঘটনা ঘটেছে।

কুলদীপ ত্যাগী (৪৬) নামের ওই ব্যবসায়ী একটি সুইসাইড নোট রেখে গেছেন। সেখানে তিনি লিখেছিলেন, তার ক্যানসার ধরা পড়েছে। আর তিনি চান না, তার চিকিৎসায় অর্থ অপচয় হোক। কারণ, সুস্থ হওয়াটা পুরোপুরি অনিশ্চিত।

ওই সুইসাইড নোটে আরও লেখা ছিল, তিনি স্ত্রী অনশু ত্যাগীকে হত্যা করেছেন। কারণ, তারা একসঙ্গে থাকার শপথ করেছিলেন। এ দম্পতি দুই ছেলেসন্তান ও কুলদীপের বাবার (অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা) সঙ্গে বসবাস করতেন।

পুলিশের দেওয়া তথ্যমতে, কুলদীপ তার স্ত্রীকে একটি লাইসেন্স করা রিভলবার দিয়ে গুলি করে হত্যা করেন এবং তারপর তিনি নিজেকে গুলি করে আত্মহত্যা করেন। বুধবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে রাজনগর এক্সটেনশনের রাধাকুঞ্জ সোসাইটিতে এ ঘটনা ঘটেছে।

ঘটনার সময় তাদের দুই ছেলে বাড়িতে ছিলেন। গুলির শব্দ শোনার পর তারা দৌড়ে তাদের মা-বাবার কক্ষে যান। কুলদীপের মরদেহ মেঝেতে পাওয়া যায় এবং অনশুর মরদেহ বিছানায় ছিল। দুজনকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।

ওই কক্ষে একটি সুইসাইড নোট পাওয়া যায়। নোটে লেখা ছিল: ‘আমি ক্যানসারে আক্রান্ত। আমার পরিবার তা জানে না। আমি চাই না চিকিৎসায় অর্থ অপচয় হোক। কারণ, বেঁচে থাকার সম্ভাবনা অনিশ্চিত। আমি আমার স্ত্রীকে নিয়ে যাচ্ছি। কারণ, আমরা চিরকাল একসঙ্গে থাকার শপথ নিয়েছিলাম। এটি আমার সিদ্ধান্ত। কেউ, বিশেষ করে আমার সন্তানেরা দায়ী নয়।’

পুলিশ রিভলবারটি জব্দ করেছে এবং মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Link copied!