• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের নিন্দা ব্রিকসের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৩, ১২:৩৮ পিএম
ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের নিন্দা ব্রিকসের
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন ব্রিকস নেতারা। তারা গাজায় মানবিক বিপর্যয় কমাতে দুইপক্ষের শত্রুতা এবং যুদ্ধ বন্ধ করারও আহ্বান জানিয়েছেন।

বুধবার (২২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

মঙ্গলবার (২১ নভেম্বর) এক ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে বিশ্বের উদীয়মান অর্থনীতির পাঁচ দেশের জোট ব্রিকসের নেতারা এ আহ্বান জানান। সম্মেলনটির সভাপতিত্ব করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।  

গাজার ভেতর ও বাইরে ফিলিস্তিনি নাগরিকদের জোরপূর্বক বাস্তুচ্যুত করাকে ‘যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছেন ব্রিকসের অনেক নেতা।

সম্মেলন শেষে জোটটি কোনো যৌথ ঘোষণা না দিলেও সভাপতির সারসংক্ষেপে বলা হয়, “আমরা ফিলিস্তিনিদের নিজেদের জায়গা থেকে জোরপূর্বক স্থানান্তরকে নিন্দা জানাই।” সেখানে আরও বলা হয়, ফিলিস্তিনিদের জোর করে স্থানান্তর বা বিতাড়ণ করা জেনেভা কনভেনশনের ও আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। সেটি হোক গাজার ভেতরে বা বাইরে।

ব্রিকস জোটটি মূলত ভারত, চীন, রাশিয়া, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত। চলতি বছরের শুরুতে জোটটি তাদের সদস্য বাড়াতে সম্মত হয়েছে। নতুন সদস্য হিসেবে তারা আর্জেন্টিনা, মিসর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে যুক্ত করতে রাজি হয়েছে। তাদের এ সদস্যপদ ২০২৪ সালের ১লা জানুয়ারি থেকে কার্যকর হবে।

গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে অতর্কিত হামলা চালায়। এ হামলায় ১ হাজার ২০০ জন ইসরায়েলি নাগরিক নিহত হন। হামাস জিম্মি করে ২৪০ জনের বেশি ইসরায়েলিকে। এর জবাবে ইসরায়েল গাজায় নৃশংসভাবে হামলা শুরু করে। হামলায় এ পর্যন্ত ১৪ হাজারের বেশি ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন, যার মধ্যে ৫ হাজার ৬০০ শিশু।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!