নিউইয়র্ক থেকে নয়াদিল্লি আসার পথে ‘আমেরিকান এয়ারলাইন্স’-এর বিমানে বোমা হামলার হুমকি। আর এই হুমকি পাওয়ার পরই ফ্লাইট এএ ২৯২ (AA 292) যাত্রীবাহী বিমানটিকে মাঝ আকাশেই যুদ্ধবিমানের ঘেরাটোপে রোমের বিমানবন্দরে অবতরণ করানো হয়।
রোববার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, বিমানে ১৯৯ জন যাত্রী ছিলেন। সকলেই নিরাপদ আছেন।
আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট এএ ২৯২ শনিবার রাত ৮.১৪ নাগাদ নিউইয়র্কের জেএফকে এয়ারপোর্ট থেকে যাত্রা শুরু করে। কিন্তু মাঝরাতে বোমাতঙ্ক ছড়ায় বিমানে। সিদ্ধান্ত নেয়া হয় ইতালির লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো এয়ারপোর্টে অবতরণ করানো হবে। ইতালির বায়ুসীমায় প্রবেশ করার পর ইতালির একটি যুদ্ধ বিমান রীতিমতো স্কর্ট করে মার্কিন বিমানটিকে রোমে নিয়ে যায়। যাত্রীবাহী ওই মার্কিন বিমানটিকে স্কর্ট করে নিয়ে যাওয়ার এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কথা মতো রোববার বিকেল ৫.৩০ নাগাদ এয়ারপোর্টে ওই বিমান নামে নিরাপদভাবেই।
এক বিবৃতিতে ‘আমেরিকান এয়ারলাইন্স’ জানিয়েছে, ‘সম্ভাব্য নিরাপত্তা সংক্রান্ত হুমকি’-র জন্যই বিমানটি গতিপথ পরিবর্তন করেছে। তারা বলেছে, ‘আমরা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি এবং পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে সর্বশেষ খবর জানাতে থাকব।
যাত্রীদের ধৈর্য এবং সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।’ রোমে অবতরণের পর সকল যাত্রীকে বিমান থেকে নামিয়ে রাতেই তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী। এই ঘটনা প্রসঙ্গে এক কর্মকর্তা বলেন, ইমেইলের মাধ্যমে এই হুমকি বার্তা পাঠানো হয়েছিল। যদিও পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। রাতে রোমেই পাইলট ও যাত্রীদের থাকার ব্যবস্থা করা হয়। সোমবার যত দ্রুত সম্ভব বিমানটি নয়াদিল্লির উদ্দেশে রওনা দেবে।
সূত্র : হিন্দুস্থান টাইমস