পাকিস্তানে শক্তিশালী বোমা বিস্ফোরণে ২৮ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দেড় শতাধিক।
সোমবার (৩০ জানুয়ারি) দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ারে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশ কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, “জোহরের নামাজের সময় মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। যেখানে অসংখ্যক মানুষ জড়ো হয়েছিল।
স্থানীয় সময় আনুমানিক দুপুর পৌনে ২টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মসজিদ ভবনের একটি অংশ ধসে পড়ে। এতে বেশ কয়েকজন নিচে চাপা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে যারা নামাজের সময় সামনের সারিতে দাঁড়িয়েছিলেন।
স্থানীয় লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আছিম বিস্ফোরণে আহত ১৫০ জনের তথ্য নিশ্চিত করেছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
এ ঘটনায় দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইরমান খান টুইট বার্তায় বলেন, “পুলিশ লাইন মসজিদে নামাজের সময় আত্মঘাতী সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।”