দীর্ঘ চার বছর পর প্রথমবারের মতো চীনকে উড়োজাহাজ সরবরাহ করেছে মার্কিন জায়ান্ট উড়োজাহাজ নির্মাতা কোম্পানি বোয়িং।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) কোম্পানিটির বরাতে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চীনের জুনেয়াও এয়ারলাইন্সকে বোয়িং ‘৭৮৭ ড্রিমলাইনার’ নামের একটি উড়োজাহাজ সরবরাহ করেছে। ২০১৯ সালের পর এই প্রথম চীনে বাণিজ্যিক উড়োজাহাজ সরবরাহ করেছে প্রতিষ্ঠানটি।
ফ্লাইটরাডার ২৪ অনুসারে, বৃহস্পতিবার সকালে ওয়াশিংটনের এভারেট পেইন ফিল্ড থেকে একটি ৭৮৭ উড়োজাহাজ নিয়ে একটি ব্যক্তিমালিকানাধীন চীনা এয়ারলাইন্স ‘জুনিয়াও এয়ারলাইন্স’ উড্ডয়ন করে সাংহাইয়ের দিকে রওনা দেয়। কোম্পানিটি এক বিবৃতিতে এ তথ্যটি নিশ্চিত করে।
দুইটি বিমান দুর্ঘটনার পর বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্সের উড়োজাহাজ চলাচল দীর্ঘদিন বন্ধ রাখা হয়। ২০১৯ সালে বোয়িংয়ের বেশিরভাগ অর্ডার এবং ডেলিভারি স্থগিত করেছিল চীন।
সর্বশেষ ২০২১ সালে এক চীনা গ্রাহকের কাছে একটি লিজড ড্রিমলাইনার উড়োজাহাজ সরবরাহ করলেও ২০১৯ সালের নভেম্বর থেকে কোনো ৭৮৭ মডেলের উড়োজাহাজ সরাসরি চীনে হস্তান্তর করা হয়নি।
চীনের সঙ্গে যেকোনো অগ্রগতি সুসংবাদ হলেও, ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার ভূরাজনৈতিক পরিবর্তনের জন্য চীনা এয়ারলাইন্সের সঙ্গে বোয়িং এর ভবিষ্যতে ব্যবসা ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন অনেকে।