• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

৪০০ অভিবাসন-প্রত্যাশী নিয়ে সাগরে ভাসছে নৌকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৩, ০৯:২১ পিএম
৪০০ অভিবাসন-প্রত্যাশী নিয়ে সাগরে ভাসছে নৌকা

প্রায় ৪০০ অভিবাসন প্রত্যাশী নিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় গ্রিস ও মাল্টার মাঝামাঝি ভূমধ্যসাগরের মধ্যাঞ্চলে একটি নৌকা ভাসছে। যেকোনো মুহূর্তে বিপদের আশঙ্কা রয়েছে।

জার্মান বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) সী-ওয়াচ ইন্টারন্যাশনাল টুইটারে জানিয়েছে, চালকহীন নৌকায় থাকা ব্যক্তিরা ‘মৃত্যুর আসন্ন বিপদে’ রয়েছেন। তাদের বিষয়ে পদক্ষেপ নিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর  প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

মূলত সাম্প্রতিক সময়ে উত্তর আফ্রিকা থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধপথে ইউরোপে পৌঁছানোর জন্য অভিবাসীবাহী নৌকার চাপ বেড়েছে।

স্বেচ্ছাসেবী সংস্থা অ্যালার্ম ফোনও টুইটারে উদ্বেগ জানিয়েছে। তারা বলছে, একটি নৌকা থেকে তারা সাহায্যের আবেদন পেয়েছে। নৌকাটি লিবিয়ার টোব্রুক থেকে ছেড়ে এসেছে।

অ্যালার্ম ফোন জানায়, নৌকার লোকজন আতঙ্কিত হয়ে যাছে। তাদের মধ্যে অনেকের চিকিৎসা দরকার। নৌকার শিশু ও অন্তঃসত্ত্বা নারীর পাশাপাশি অনেক অসুস্থ মানুষ আছেন।    

নৌকার চালক পালিয়ে গেছেন জানিয়ে অ্যালার্ম ফোন জানায়, বর্তমানে নৌকাটি চালাতে পারে এমন কেউ নেই সেখানে।

নৌকাটি এখন মাল্টার সমুদ্রসীমায় আছে। নৌকার যাত্রীদের উদ্ধারে ইতালির কর্মকর্তারা একটি জাহাজ পাঠিয়েছে বলেও জানিয়েছে অ্যালার্ম ফোন। স্কাই নিউজ ইতালীয় কর্তৃপক্ষের কাছ থেকে নিশ্চিত হয়েছে যে উদ্ধার অভিযান চলছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!