• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ৩ রজব ১৪৪৬

জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাইডেন, ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪, ০৮:১৪ এএম
জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাইডেন, ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ

৪৭টি অঙ্গরাজ্য ও রাজধানী ওয়াশিংটন ডিসির ফলাফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৭টা ২৫ মিনিট পর্যন্ত  ফলাফল আসেনি অ্যারিজোনা, নেভাদা ও মেইন অঙ্গরাজ্যের। দেখা যায়, ডোনাল্ড ট্রাম্প ২৯৪টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। কমলা হ্যারিস পেয়েছেন ২২৩টি।

ট্রাম্প ৭ কোটি ২৩ লাখ (গণনা হওয়া ভোটের ৫১ দশমিক ৮ শতাংশ) আর কমলা ৬ কোটি ৭৬ লাখ (৪৭ দশমিক ৫ শতাংশ) ভোট পেয়েছেন। জনপ্রিয় (পপুলার) ভোট অর্থাৎ ভোটারদের প্রত্যক্ষ ভোটে ট্রাম্পের সঙ্গে কমলার ব্যবধান ছিল ৪৭ লাখের মতো।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের সময় বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ডেমোক্র্যাট প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের পরাজয় ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয়ের পরে এই ভাষণ দিচ্ছেন তিনি।

এর আগে বুধবার বাইডেন নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানান। তিনি তাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান। 

ফোন করা ও আমন্ত্রণ জানানোয় বাইডেনের প্রশংসা করেছেন ট্রাম্প। শিগগিরই বাইডেনের সঙ্গে দেখা করার পরিকল্পনা করছেন বলেও ট্রাম্প শিবির থেকে জানানো হয়েছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!