ইসরায়েল নিয়ে মার্কিন নীতি পরিবর্তনের হুমকি বাইডেনের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৪, ০২:০৯ পিএম
ইসরায়েল নিয়ে মার্কিন নীতি পরিবর্তনের হুমকি বাইডেনের
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

গাজায় ত্রাণকর্মী ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অন্যথায় ইসরায়েল বিষয়ে নীত পরির্তন করবে ওয়াশিংটন।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে এই হুঁশিয়ারি দেন বাইডেন।

ওই ফোনালাপে প্রথমবারের মতো সহায়তা ও অস্ত্র বন্ধ করে দেওয়ার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

হোয়াইট হাউস বলেছে, বাইডেন ও নেতানিয়াহুর মধ্যে টেলিফোনে ৩০ মিনিট ধরে আলোচনা হয়েছে। বাইডেন নেতানিয়াহুকে জানিয়ে দিয়েছেন বেসামরিক নাগরিকদের সুরক্ষিত রাখতে, মানুষের কষ্ট কমাতে ও ত্রাণকর্মীদের নিরাপত্তার জন্য ইসরায়েলকে বিশেষ, সুনির্দিষ্ট ও পরিমিত পদক্ষেপ ঘোষণা করতে হবে। এসব পদক্ষেপ বাস্তবায়ন করতে হবে।

হোয়াইট হাউস বিবৃতিতে আরও বলেছে, ইসরায়েল এসব ক্ষেত্রে কতটা পদক্ষেপ নিয়েছে তার ওপর মার্কিন নীতি নির্ভর করছে।

ফিলিস্তিনের গাজায় ছয় মাস ধরে চলা ইসরায়েলের নির্বিচার হামলায় নিহত মানুষের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়ে গেছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!