• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতির ডাক বাইডেনের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২, ২০২৩, ০৪:৫৭ পিএম
ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতির ডাক বাইডেনের
আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন। ফাইল ছবি

গাজায় আটকে পরা আমেরিকান নাগরিকদের উদ্ধারের জন্য ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে প্রথমবারের মতো যুদ্ধবিরতির ডাক দিলেন আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন। একজন ফিলিস্তিন সমর্থকের বাধার মুখে পরার পর বুধবার একটি প্রচারণামূলক বক্তব্যে তিনি বলেন,“আমাদের এখন বিরতি নেওয়া উচিত।” 
বিরতি দিয়ে বাইডেন কি বোঝাতে চাইছেন জানতে চাইলে, তিনি ফিলিস্তিনে আটকেপড়া আমেরিকান নাগরিকদের উদ্ধারের দিকে ইঙ্গিত করে এটা বন্দীদের বাইরে নিয়ে আসার সময় বলে মন্তব্য করেছেন।
প্রেসিডেন্টের এ বক্তব্য হোয়াইট হাউজে ব্যাপক সাড়া ফেলেছে। কারণ পূর্বে হোয়াইট হাউজ থেকে আসা বিবৃতিতে বলা হয়, ইসরায়েল তার সেনাবাহিনীকে কীভাবে পরিচালনা করবে তা নিয়ে হোয়াইট হাউজ কোনো নির্দেশনা দিবে না।

হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি বলেন, “আমরা ইসরায়েলের বিরুদ্ধে কোনো লাল রেখা টানছি না। আমরা তাদের সবসময় সমর্থন করে যাবো।” গত শুক্রবার (২৮ অক্টোবর) জাতিসংঘের সাধারণ সভায় যুদ্ধবিরতিতে ‘না’ ভোট দেওয়া ১৪টি দেশের মধ্যে একটি যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী মিত্রদেশ, যারা প্রতিবছর বিলিয়ন বিলিয়ন ডলার সহায়তা প্রদান করে থাকে। ইসরায়েলের সামরিক আক্রমণকে সমর্থন জানাতে, বাইডেন কংগ্রেসকে দেশটিতে ‍১৪ দশমিক ৩ বিলিয়ন ডলার সহায়তার অনুমোদন প্রদানের কথা জানান।

ইউএস প্রেসিডেন্টকে গাজায় ইসরায়েলের হামলা নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য দেশটির ডানপন্থী দল, বিশ্বনেতাসহ তার ডেমোক্রেটিক দলের সদস্যদের থেকেও চাপের মুখে পড়তে হয়েছে। এ হামলায় অন্তত ৮ হাজার ৮০০ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৩ হাজার ৫০০ জন শিশু রয়েছে।

ইসরায়েলকে সহায়তা প্রদান করায় যুক্তরাষ্ট্রের ওপর এক প্রকার চটে আছে আরব আমেরিকানরা। এরা ডেমোক্রেটিক পার্টির নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আরব আমেরিকান ইনস্টিটিউট (এএআই) এর মতে বাইডেনের এ সমর্থনের কারণে তার প্রতি তাদের সমর্থন ১৭ শতাংশে এসে দাঁড়িয়েছে।

বাইডেন তার বক্তব্যে বলেন, “এটি ইসরায়েল ও মুসলিম দুপক্ষের জন্য অনেক জটিল। আমি শুরু থেকেই দুটি দেশকেই সমর্থন করে আসছি।” 

যুক্তরাষ্ট্র সরকার গাজায় আটকেপড়া নাগরিকদের উদ্ধারপ্রক্রিয়া অগ্রসর হওয়ায় বাইডেন এ যুদ্ধবিরতির কথা বলেছেন। যুদ্ধ পরবর্তী সময়ে কী হতে পারে তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা চলছে।

বুধবার মিশরের রাফাহ সীমান্ত দিয়ে গাজায় আটকেপড়া হাজার হাজার বিদেশী নাগরিকদের সঙ্গে আমেরিকান নাগরিকরা গাজা ত্যাগ করা শুরু করেছে। গাজায় আটকেপড়া নাগরিকদের উদ্ধারের বিষয়ে প্রেসিডেন্টের ওপর আস্থা ছিলো বলে জানিয়েছে হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি। সূত্র- আল জাজিরা

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!