জরুরি ভিত্তিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৯ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
টাইমস অব ইসরায়েলের তথ্যমতে, অনেক আগে থেকেই বেশ কয়েকটি স্বাস্থ্য সমস্যায় ভুগছেন বেনিয়ামিন নেতানিয়াহু। চলতি বছর তার হার্নিয়া অপসারণ করা হয়েছে এবং তার আগের বছর হৃদরোগের কারণে পেসমেকার স্থাপন করা হয়।
বেনিয়ামিন নেতানিয়াহু চলতি সপ্তাহের শুরুতে মূত্রনালির সংক্রমণে আক্রান্ত হয়েছেন। রোববার তার প্রস্টেট অপসারণের জন্য অস্ত্রোপচার করা হবে। অস্ত্রোপচারের জন্যই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
গত বুধবার হাসপাতালে নেতানিয়াহুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তখন তার মূত্রনালির সংক্রমণ ধরা পড়ে। পরে বেশ কয়েকদিন ধরে অ্যান্টিবায়োটিক দিয়ে সফলভাবে চিকিৎসা করেছিলেন। তবে এখন অস্ত্রোপচার প্রয়োজন বলে মনে করছেন চিকিৎসকরা।
এর আগে গত মার্চে নেতানিয়াহুর হার্নিয়া চিকিৎসার জন্য একটি অস্ত্রোপচার করা হয়েছিল।