• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ৩ রজব ১৪৪৬

বিমান বিধ্বস্তের আগে যাত্রীর এসএমএস, ‘আমি কি শেষ বার্তা দিয়ে যাব?’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৪, ০৪:০৩ পিএম
বিমান বিধ্বস্তের আগে যাত্রীর এসএমএস, ‘আমি কি শেষ বার্তা দিয়ে যাব?’
বিধ্বস্ত বিমানটির উদ্ধার তৎপরতা। ছবি: সংগৃহীত

ভয়াবহ বিধ্বস্তের অভিজ্ঞতা পেল দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে জেজু এয়ারের একটি বিমান। বিধ্বস্ত হয়ে বিমানের ১৮১ আরোহীর মধ্যে ১৭৯ জনই প্রাণ হারিয়েছেন। তবে সবকিছু শেষ হয়ে যাওয়ার আগে বিমানের ভেতরে থাকা এক যাত্রী তার আত্মীয়কে বার্তা পাঠিয়েছিলেন।

দুর্ঘটনার ঠিক আগমুহূর্তে আত্মীয়কে পাঠানো বার্তায় যাত্রীটি লেখেন, ‘ডানায় একটি পাখি আটকে আছে। আমরা অবতরণ করতে পারছি না। এই মুহূর্তে আমি কি (মৃত্যুর আগে) শেষবার্তা দিয়ে যাব?’

স্থানীয় সময় সকাল ৯টার দিকে সেই বার্তা দেখতে পেয়েছিলেন আত্মীয়। সঙ্গে সঙ্গে যাত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তবে ততক্ষণে অনেকটা বিলম্ব হয়ে গেছে। যাত্রীর কাছ থেকে আর কোনো সাড়া পাননি। তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন, সেই তথ্যও জানেন না সেই আত্মীয়।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, স্থানীয় সময় সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টার একটু পরই ল্যান্ডিং গিয়ার ছাড়া ক্র্যাশ ল্যান্ডিং করে বিমানটি। এরপর রানওয়ে থেকে ছিটকে গিয়ে পাশের নিরাপত্তা দেয়ালে আঘাত হানে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বিমানটিতে। ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল ৯টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

যাত্রীটি যে বার্তা দিয়েছেন তার আত্মীয়ের কাছে সেই তথ্য প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে। সেই তথ্যের প্রেক্ষিতে মুয়ান ফায়ার বিভাগের প্রধান লি জিয়ং-হুন বলছেন, তাদের ধারণা পাখির আঘাতে অথবা খারাপ আবহাওয়ার কারণে বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে।

এদিকে, ইয়োনহাপ সংবাদ সংস্থার প্রতিবেদনের উল্লেখিত তথ্যমতে, মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!