পাকিস্তানের আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকে) প্রাদেশিক শিক্ষা বিভাগ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নারী শিক্ষার্থী এবং শিক্ষকাদের হিজাব পরা বাধ্যতামূলক করেছে। দেশটির সংবাদ মাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
সোমবার (৬ মার্চ) প্রাদেশিক শিক্ষা বিভাগ থেকে নির্দেশনা জারি করা হয়।
দ্য ডনের কাছে আসা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লক্ষ্য করা গেছে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে সহ-শিক্ষা কার্যক্রম রয়েছে সেখানে নারীদের হিজাব পরতে বাধ্য করা হয় না। তাই গৃহীত নির্দেশাবলীর অধীনে, আজাদ জম্মু ও কাশ্মীরে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বিশেষ করে ছেলে ও মেয়ে এক সঙ্গে পড়ানো হয় এমন শিক্ষাপ্রতিষ্ঠানে নারী শিক্ষার্থী ও শিক্ষিকাদের হিজাব পরা বাধ্যতামূলক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, নির্দেশাবলী লঙ্ঘন করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিয়মানুযায়ী, বিজ্ঞপ্তিটি তিনজন বিভাগীয় পরিচালক এবং দশজন জেলা শিক্ষা অফিসারের কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল। এরপর তারা ২ মার্চ থেকে ৪ মার্চের মধ্যে বিজ্ঞপ্তিটি তাদের আওতায় থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রেরণ করেছিলেন।
আজাদ জম্মু ও কাশ্মীরে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষামন্ত্রী দেভান আলি খান বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন এবং এর কারণগুলোর বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।
তিনি বলেন, “এটি (হিজাব পরা) আল্লাহ এবং মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর আদেশ। আমরা আল্লাহ ও তাঁর রসূল (সা.)-এর হুকুম যথাযথভাবে পালন করেছি।”
যদিও আজাদ কাশ্মীরের কর্মকর্তারা বিজ্ঞপ্তিটিকে অফিসের ‘অভ্যন্তরীণ বিষয়’ বলে অভিহিত করেছেন এবং বলেছেন, শিক্ষাগত অন্তর্দৃষ্টিতে শৃঙ্খলা নিশ্চিত করার জন্য এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।