• ঢাকা
  • শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩০, ৩০ শা'বান ১৪৪৬

রাতেই জানানো হয়েছে, সকালে এসে ১৫ মিনিটে অফিস ছাড়লেন কর্মীরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ১১:৩৮ এএম
রাতেই জানানো হয়েছে, সকালে এসে ১৫ মিনিটে অফিস ছাড়লেন কর্মীরা
ছবি : সংগৃহীত

ইউএসএইড কর্মীদের ১৫ মিনিটের মধ্যে অফিস ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার রাতে জানানো হয় তারা তাদের অফিস থেকে জিনিসপত্র সংগ্রহ করার জন্য মাত্র ১৫ মিনিট সময় পাবেন। কারণ ট্রাম্প প্রশাসন সংস্থাটি কার্যত বন্ধ করার পদক্ষেপ নিচ্ছে।

এক বার্তায় বলা হয়েছে, সব কর্মী এবং তাদের সম্পত্তি নিয়ে প্রবেশের সময় ম্যাগনেটোমিটার এবং এক্স-রে মেশিনের মাধ্যমে স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে যাবে। কর্মীদের তাদের কর্মস্থলে নিয়ে যাওয়া হবে। যেখানে তারা তাদের ব্যক্তিগত সামগ্রী সংগ্রহ করতে পারবেন এবং আনুমানিক ১৫ মিনিটের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যেই সব জিনিসপত্র সরিয়ে নিতে হবে।

কর্মীদের অবশ্যই নিজেদের বাক্স, ব্যাগ, টেপ অথবা অন্যান্য পাত্র সঙ্গে আনতে হবে তাদের ব্যক্তিগত জিনিস সরিয়ে নেওয়ার জন্য। এই উপকরণ সংস্থার পক্ষ থেকে সরবরাহ করা হবে না।

এই বার্তা কর্মীদের টেক্সট মেসেজের মাধ্যমে পাঠানো হয়, কারণ অনেক কর্মীর ই-মেইল অ্যাক্সেস নিষ্ক্রিয় করা হয়েছে এবং বর্তমানে এটি ইউএসএইড ওয়েবসাইটে পোস্ট করা একমাত্র তথ্য।

ইউএসএইডের বেশির ভাগ কর্মীকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে এবং তাদের অফিস বা অন্যান্য সিস্টেমে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। রবিবার ট্রাম্প প্রশাসন ইউএসএইড-এর ১,৬০০ কর্মীকে বরখাস্ত করার ঘোষণা দেয় এবং সংস্থার প্রায় ৪ হাজার ২০০ কর্মী বাদে বাকিদের প্রশাসনিক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয়।

একই ঘোষণায় উল্লেখ করা হয়, সংস্থার কর্মীদের চাকরি স্থায়ীভাবে বাতিল করার জন্য কর্মীসংখ্যা কমানোর প্রক্রিয়া শুরু হবে। ট্রাম্প প্রশাসনের আগে ইউএসএইডে স্থায়ী সরকারি কর্মী ও ঠিকাদার মিলিয়ে প্রায় ১৪ হাজার কর্মী ছিল।

Link copied!