• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

প্রকাশ্যে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ করল আসাম সরকার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৪, ০৩:৪৯ পিএম
প্রকাশ্যে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ করল আসাম সরকার
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

ভারতের আসাম রাজ্যে প্রকাশ্যে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ করেছে রাজ্য সরকার। বুধবার (৪ ডিসেম্বর) আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এ ঘোষণা দিয়েছেন।

হিমন্তবিশ্ব শর্মা জানান, রাজ্যের কোনো রেস্তোরাঁ, হোটেল, অনুষ্ঠান ও জনবহুল স্থানে গরুর মাংস পরিবেশন করা চলবে না। গরুর মাংস সংক্রান্ত আগের আইনে বলা হয়েছিল কোনো হিন্দু ধর্মস্থানের আশপাশে গরুর মাংস খাওয়া বা পাঁচ কিলোমিটার ব্যাসার্ধে বিক্রি করা যাবে না।

আসামের মুখ্যমন্ত্রী আরও জানান, দেশটিতে গরুর মাংস খাওয়ার বিষয়ে বর্তমান আইনটি শক্তিশালী। তবে, রেস্তোঁরা, হোটেল, ধর্মীয় বা সামাজিক জমায়েতে গরুর মাংস খাওয়ার ওপর কোনো নিষেধাজ্ঞা ছিল না।

আসমের তথ্য-জনসংযোগ মন্ত্রী পীযুষ হাজরিকা এক্স-এ লেখেন, “কংগ্রেস হয় এই সিদ্ধান্তকে স্বাগত জানাক, অথবা পাকিস্তানে গিয়ে ঘাঁটি গাড়ুক।

সূত্র : আনন্দবাজার

Link copied!