• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৫ রজব ১৪৪৬

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের সর্বদলীয় বৈঠক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৬, ২০২৪, ১২:২৯ পিএম
বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের সর্বদলীয় বৈঠক
ভারতের পার্লামেন্ট ভবন।

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সর্বদলীয় বৈঠক ডেকেছে ভারতের কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার (৬ আগস্ট) সকালে ভারতের পার্লামেন্টে এই বৈঠক ডাকা হয়েছে।

এক প্রতিবেদনে ইন্ডিয়া টুডে জানিয়েছে, সর্বদলীয় বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তিনি বৈঠকে ব্রিফ করতে পারেন।

তুমুল ছাত্র আন্দোলনের মুখে সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। তিনি বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ রেহানাকে নিয়ে উড্ডয়ন করেন। ভারতের আগরতলা হয়ে তিনি দিল্লি যান।

বাংলাদেশের পরিস্থিতি পর্যালোচনা করতে গতকাল রাতে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক কমিটির জরুরি বৈঠক হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনে আয়োজিত এই বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, মন্ত্রিপরিষদ সচিব রাজীব গৌবা, প্রধানমন্ত্রীর দপ্তরের প্রিন্সিপাল সচিব পি কে মিশ্র, ‘র’-এর প্রধান রবি সিনহা, গোয়েন্দা বিভাগের (আইবি) পরিচালক তপন ডেকা। 

Link copied!