জাপানের রাজধানী টোকিওর হানেদা বিমানবন্দরের রানওয়েতে অবতরণ করার পর একটি যাত্রীবাহী উড়োজাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যার দিকে জাপান এয়ারলাইন্সের উড়োজাহাজটিতে আগুন ধরে যায়।
বিবিসি জানিয়েছে, দুর্ঘটনার সময় জাপান এয়ারলাইনসের ওই উড়োজাহাজটিতে ৩৭৯ জন আরোহী ছিলেন। সবাইকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে।
সরাসরি সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, উড়োজাহাজটির একাংশে আগুন জ্বলছে। আগুনে শিখা উড়োজাহাজের জানালা দিয়ে বেরিয়ে আসছে। বিমানবন্দরের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গেছে। এই ঘটনায় হানেদা বিমানবন্দরের রানওয়েতেও আগুন ধরে যায়।
দুর্ঘটনা কবলিত জাপান এয়ারলাইন্সের জেএএল-৫১৬ ফ্লাইটটি হোক্কাইডো বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। পরে সেটি হানেদা বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে।
জাপান এয়ারলাইন্স কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি বলছে, হানেদা বিমানবন্দরে অগ্নিকাণ্ডের শিকার জাপান এয়ারলাইন্সের ওই উড়োজাহাজে ৩৭৯ জন যাত্রী ও ক্রু ছিলেন। তাদের সবাইকে উদ্ধার করা হয়েছে।