দক্ষিণ কোরিয়ার মুয়ান বিমানবন্দরে ১৮১ জন আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার কুলকিনারা করতে না করতেই কানাডায় একটি বিমানে আগুন ধরেছে। কানাডার হালিফাস্ক বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী বিমান।
সংবাদমাধ্যম আনাদোলুর বলছে, অবতরণের সময় রানওয়েতে পিছলে যায় এয়ার কানাডার বিমানটি। সঙ্গে সঙ্গে একটি অংশে আগুন ধরে যায়। ঘটনার পরই বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। যদিও এখন পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি।
এয়ার কানাডার এসি২২৫৯ বিমানটি সেন্ট জন’স থেকে হালিফাস্কে উড়ে আসে। কিন্তু অবতরণের সময়ই বিপত্তি ঘটে। হালিফাস্ক বিমানবন্দরে দুর্ঘটনার বেশ কয়েকটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে দেখা যাচ্ছে, রানওয়ে দিয়ে ছুটে চলেছে একটি বিমান। সেই বিমানের এক অংশে দাউ দাউ করে আগুন জ্বলছে।
গত কয়েক দিনের ব্যবধানে কাজাখস্তানে এবং দক্ষিণ কোরিয়া বড় বিমান দুর্ঘটনা ঘটেছে। দক্ষিণ কোরিয়ান মুয়ান বিমানবন্দরে ১৮১ জনকে নিয়ে একটি বিমান ভেঙে পড়ে। মাত্র দু’জন বাদে ওই বিমানে থাকা সবার মৃত্যু হয়েছে।
দক্ষিণ কোরিয়ার বিমান দুর্ঘটনার পেছনে কী কারণ সে বিষয়ে এখনও কিছুই জানা যায়নি। মূলত রানওয়ে থেকে ছিটকে পড়ে দেওয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে বিমানটিতে আগুন ধরে যায়। আর সেই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে কানাডায় বিমানে আগুন ধরার ঘটনা ঘটেছে।
এর আগে ২৫ ডিসেম্বর আজারবাইজান এয়ারলাইন্সের একটি বিমান রাশিয়ার দিকে যাওয়ার পথে ভেঙে পড়ে কাজাখস্তানের উপর। জরুরি অবতরণের চেষ্টা করেছিলেন পাইলট। কিন্তু বিমান তার নিয়ন্ত্রণে থাকেনি। ওই বিমানে ৬৭ জন ছিলেন। তাদের মধ্যে ৩৮ জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ২৯ জনকে। এভাবে বিশ্বের বিভিন্ন দেশে ঘন ঘন বিমান দুর্ঘটনায় যাত্রীদের মধ্যে বাড়ছে উৎকণ্ঠা।