• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

পায়ুপথে এক কেজি সোনা পাচার করছিলেন বিমানবালা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৩১, ২০২৪, ০৬:০৮ পিএম
পায়ুপথে এক কেজি সোনা পাচার করছিলেন বিমানবালা

পায়ুপথে সোনা পাচার করতে গিয়ে ধরা পড়েছেন সুরভি খাতুন নামের এক বিমানবালা। বুধবার (২৯ মে) ভারতের রাজস্ব গোয়েন্দা অধিদপ্তরের (ডিআরআই) তাকে গ্রেপ্তার করে। সুরভি খাতুনকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পায়ুপথে প্রায় এক কেজি সোনা লুকিয়ে রেখেছিলেন তিনি। গত বুধবার কান্নুর আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছিলেন সুরভি। তখন তাকে তল্লাশি করে প্রায় ৯৬০ গ্রাম সোনা মেলে। তার পায়ুতে ছিল ওই সোনা।

গ্রেপ্তরের পর সুরভীকে ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হলে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয় তাকে। এখন তিনি কান্নুরের মহিলা জেলে রয়েছেন।

আনন্দবাজার জানায়, ভারতে এই প্রথম কোনো বিমানকর্মীকে চোরাচালানের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এর আগেও বহু বার সুরভি সোনা পাচার করেছেন বলে অভিযোগ।

Link copied!