ভারতের দিল্লীতে ধর্ষণ মামলায় জামিনে ছাড়া পেয়েই কিশোরীর গায়ে অ্যাসিড নিক্ষেপ করেছেন প্রেম সিং নামের এক ব্যক্তি। পরে তিনি অ্যাসিড খেয়ে নিজেই আত্মহত্যা করেন।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম জি নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ধর্ষণের শিকার এক নারী প্রেম সিং নামে এক ব্যক্তির নামে মামলা করে। পুলিশ তাকে ওই মামলায় গ্রেপ্তার করে। পরে জামিনে মুক্তি পেয়ে তিনি ভুক্তভোগীর বাড়িতে যান। সেখানে তিনি ভুক্তভোগীর ১৭ বছর বয়সী মেয়েকে মামলা তুলে দেওয়ার জন্য চাপ দেন। কিশোরী তার মাকে এ কথা জানাতে অস্বীকৃতি জানালে প্রেম সিং তার গায়ে অ্যাসিড ছুঁড়ে মারেন। পরে তিনি নিজেও ওই অ্যাসিড খেয়ে আত্মহত্যা করেন।
প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রেম সিং মারা যান। ওই কিশোরীকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।