মেক্সিকোর নির্বাচিত প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউমের গাড়িবহর দুর্ঘটনার শিকার হয়েছে। এতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার (১৩ জুন) এ দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, মেক্সিকোর উত্তরাঞ্চলীয় রাজ্য কোহুইলার মনক্লোভা শহরে দুর্ঘটনাটি ঘটে। এ দুর্ঘটনায় শিনবাউমের কোনো ক্ষতি হয়নি। দুর্ঘটনার পরই গাড়ি থামিয়ে আহতদের দেখতে যান মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম।
এক বিবৃতিতে ক্লডিয়া শিনবাউমবলেন, “একজন নিহতের ঘটনার আমরা গভীরভাবে শোকাহত।”
ক্লডিয়া শিনবাউম একজন সাবেক বিজ্ঞানী, যিনি ২০১৮-২৩ সাল পর্যন্ত মেক্সিকো সিটির মেয়র হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিদায়ী প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডরের ক্ষমতাসীন দলের প্রার্থী।