• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিশ্বে ৯৯ জন সাংবাদিক নিহত, ৭৫ শতাংশই ফিলিস্তিনি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ০৫:৩৮ এএম
বিশ্বে ৯৯ জন সাংবাদিক নিহত, ৭৫ শতাংশই ফিলিস্তিনি
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ২০২৩ সালে গাজায় প্রাণ হারান ৭২ জন ফিলিস্তিনি সাংবাদিক। ছবি: এএফপি

২০২৩ সালে বিশ্বে ৯৯ জন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনের সময় নিহত হয়েছেন। এর মধ্যে ৭২ জনই ফিলিস্তিনি; গাজা যুদ্ধে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তারা নিহত হন। যা মোট নিহতের প্রায় ৭৫ শতাংশ। প্রায় এক দশকের মধ্যে গণমাধ্যমের জন্য সবচেয়ে প্রাণঘাতী বছর ছিল এটি।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) প্রকাশিত কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের (সিপিজে) বাৎসরিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

খবর আল জাজিরা।

সিপিজের প্রতিবেদনে বলা হয়, গাজা যুদ্ধের প্রথম তিন মাসে যে সংখ্যক সাংবাদিক নিহত হয়েছেন; সেটি একটি দেশের সারা বছরে নিহত সাংবাদিকের সংখ্যার চেয়ে বেশি।

গাজা যুদ্ধে মোট ৭৭ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ৭২ জন ফিলিস্তিনি, তিনজন লেবাননের ও দুজন ইসরায়েলের।

সিপিজের প্রেসিডেন্ট জোডি গিন্সবার্গ বলেন, সাংবাদিকদের ক্ষতির দিক দিয়ে এই গাজা যুদ্ধ নজিরবিহীন।

জোডি গিন্সবার্গ বলেন, গাজা যুদ্ধে একটি বিষয় স্মরণে রাখতে হবে—শুধুমাত্র গাজার সাংবাদিকেরাই এখানকার ভেতরের প্রকৃত অবস্থা তুলে ধরতে সক্ষম ছিলেন। কেননা ইসরায়েলি বাহিনীর কড়াকড়িতে আন্তর্জাতিক সাংবাদিকেরা অনেক জায়গায় প্রবেশই করতে পারেনি। সুতরাং ফিলিস্তিনের সাংবাদিকদের ওপরই নির্ভর করতে হয়েছে। তাঁরা সংবাদ তুলে আনার জন্য জীবনের ঝুঁকি নিয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালের পর গত ২০২৩ সালেই সর্বোচ্চ সংখ্যক সাংবাদিক নিহত হন। ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে সাংবাদিক নিহতের সংখ্যা বেড়েছে ৪৪ শতাংশ। ফিলিস্তিনের পরিস্থিতি এমন দাঁড়িয়েছে বর্তমানে সাংবাদিকতায় নেই এমন মানুষেরাও হামলার শিকার হচ্ছেন।

Link copied!