• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দেয়াল ধসে ৯ শ্রমিক নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৪, ১২:১০ পিএম
দেয়াল ধসে ৯ শ্রমিক নিহত

ভারতের গুজরাটের মেহসানা জেলার কাদি তালুকের জাসালপুর গ্রামে একটি নির্মাণস্থলে দেয়াল ধসে পড়ে দুই নারীসহ অন্তত ৯ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। 

শনিবার (১২ আক্টোবর) দেশটির পুলিশ কর্মকর্তার এ বিষয়ে জানিয়েছেন।

মেহসানার পুলিশ সুপার তরুণ দুগ্গল হিন্দুস্তান টাইমসকে বলেছেন, “দুপুরের দিকে শ্রমিকরা একটি নির্মাণাধীন কারখানায় গর্ত খুঁড়ছিলেন। সে সময় হঠাৎ মাটি ধসে পড়ে এ দুর্ঘটনাটি ঘটেছে। এতে ১০ জন শ্রমিক মাটির নিচে আটকা পড়েন। কিন্তু উপরের দিকে থাকায় তাদের মধ্যে একজন বের হয়ে আসতে সক্ষম হন। আর বাকি নয়জন প্রাণ হারান।”

দুগ্গল জানিয়েছেন, উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে। নিহতদের ময়নাতদন্ত শেষ হলে পুলিশ একটি অভিযোগ দায়ের করবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তা ছাড়া তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিহত শ্রমিকদের পরিবারের জন্য ২ লাখ রুপি ও আহতদের জন্য ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

সামাজিক মাধ্যম এক্সের একটি পোস্টে মোদি লিখেছেন, “গুজরাটের মেহসানায় দেয়াল ভেঙে পড়ে যে দুর্ঘনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি আমার গভীর সমবেদনা। সৃষ্টিকর্তা তাদের এ কষ্ট সহ্য করার শক্তি দিন। আমি আহতদের দ্রুত সুস্থতাও কামনা করছি। ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সবধরনের সহায়তা প্রদানের জন্য রাজ্য সরকারের তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

Link copied!