• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৯ সেনা নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৪, ১১:১৪ এএম
সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৯ সেনা নিহত
প্রতীকী ছবি

কলম্বিয়ার উত্তরাঞ্চলে একটি গ্রামীণ এলাকায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে দেশটির সামরিক বাহিনীর ৯ জন সদস্য নিহত হারিয়েছেন।

স্থানীয় সময় সোমবার (২৯ এপ্রিল) দুপুরে উত্তর কলম্বিয়ায় সৈন্যদের বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৯ সৈন্য নিহতের এ দুর্ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানায় দেশটির সশস্ত্র বাহিনী।

মঙ্গলবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন গণমাধ্যম এবিসি নিউজ।

কলম্বিয়ার সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, সামরিক হেলিকপ্টারটি অভিযানের জন্য সান্তা রোসা দেল সুর এলাকায় সৈন্যদের নিয়ে যাচ্ছিল। এলাকাটিতে সম্প্রতি ন্যাশনাল লিবারেশন আর্মি গেরিলা গ্রুপ এবং গালফ ক্ল্যান নামে পরিচিত মাদক পাচারকারী গ্রুপের মধ্যে লড়াই চলছিল।

তবে সামরিক বিবৃতিতে হেলিকপ্টার বিধ্বস্তকে একটি দুর্ঘটনা বলে বর্ণনা করা হয়েছে।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো সোমবার (২৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে বলেন, “হেলিকপ্টারটি উপসাগরীয় গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানের জন্য নতুন সৈন্যদের বহনের সময় দুর্ঘটনাটি ঘটেছে।”

হেলিকপ্টারে থাকা নয়জন সৈন্যের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন গুস্তাভো পেট্রো।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!