• ঢাকা
  • শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬

সুদানে বিমান বিধ্বস্ত হয়ে ৯ জন নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৩, ০৫:১৯ পিএম
সুদানে বিমান বিধ্বস্ত হয়ে ৯ জন নিহত

যান্ত্রিক ত্রুটির কারণে পূর্ব আফ্রিকার দেশ সুদানে একটি বেসামরিক বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে চার সৈন্যসহ নয়জন নিহত হয়েছে। রোববার দেশটির সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। দেশটির সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর যুদ্ধের ১০০তম দিনে এ দুর্ঘটনা ঘটল।

সোমবার (২৩ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে সুদানের সেনাবাহিনী জানিয়েছে, স্থানীয় সময় রোববার উপকূলীয় শহর পোর্ট সুদানে একটি বেসামরিক অ্যান্টোনভ বিমান কারিগরি ত্রুটির কারণে বিধ্বস্ত হয়ে চার সামরিক কর্মীসহ নয়জন নিহত হয়েছে। তবে এ ঘটনায় এক মেয়ে শিশু বেঁচে গেছে। তবে বিমান বিধ্বস্ত সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি দেশটির সেনাবাহিনী।

এই গৃহযুদ্ধে এখন পর্যন্ত প্রায় চার মানুষের প্রাণহানি হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে পোর্ট সুদান বিমানবন্দরই দেশের একমাত্র বিমানবন্দর, যেখানে বিমান চলাচল করছে। এই বিমানবন্দর দিয়েই শহরের প্রয়োজনীয় বিদেশী সাহায্যের আনা নেওয়া হয়। 

Link copied!