• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জ্বালানিবাহী ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ৯, আহত ১৩


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৪, ০৮:৫০ এএম
জ্বালানিবাহী ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ৯, আহত ১৩
ঘটনাস্থল। ছবি : সংগৃহীত

জ্বালানিবাহী ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন।

সোমবার (২৩ ডিসেম্বর) ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশের একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএর বরাতে এ তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান মোহাম্মদ মেহদি সাজ্জাদি আইআরএনএকে বলেন, “প্রদেশের জাহেদান এলাকার কাছে জ্বালানি ট্রাক-বাসের সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩ জন।”

এদিকে ইরানে একদিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো সড়ক দুর্ঘটনা ঘটল। এর আগে শনিবার (২১ ডিসেম্বর) রাজধানী তেহরান থেকে প্রায় ৪৫০ কিলোমিটার (২৮০ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত দুর্গম পাহাড়ি এলাকায় একটি আন্তঃনগর বাস খাদে পড়ে ৯ জন যাত্রী নিহত হন। এ দুর্ঘটনায় আহত হন ১৪ জন।

Link copied!