• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ১৭ শাওয়াল ১৪৪৬
ভারতের অন্ধ্রপ্রদেশ

ভয়াবহ বিস্ফোরণে ৮ শ্রমিকের মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫, ১০:৩৩ এএম
ভয়াবহ বিস্ফোরণে ৮ শ্রমিকের মৃত্যু
ছবি : সংগৃহীত

বাজি কারখানার ভেতরে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে আটজন শ্রমিক নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রোববার দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশে। পুলিশ এই খবর নিশ্চিত করেছে বলে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে নিশ্চিত করেছে।

অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী থেকে প্রায় ৩০৩ কিলোমিটার উত্তর-পূর্বে আনাকাপল্লি জেলার কৈলাসপত্তনম গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, বিস্ফোরক সংরক্ষণ ইউনিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত পুরো কারখানায় ছড়িয়ে পড়ে, এতে বেশ কয়েকজন শ্রমিক আটকা পড়েন। একজন পুলিশ সদস্য জানিয়েছেন, ‘বাজির মজুদে আগুন ধরে যায় এবং কয়েক মিনিটের মধ্যেই তা পুরো ইউনিটটি পুড়িয়ে ফেলে।’

তিনি আরও জানান, ‘ঘটনার সময় কারখানার ভেতরে ১৫ জন শ্রমিক কাজ করছিলেন।’ ফায়ার সার্ভিসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ডি নিরঞ্জন রেড্ডির মতে, উৎপাদন প্রক্রিয়ায় ত্রুটির কারণে বিস্ফোরণ এবং পরবর্তী আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ভারতীয় বাজি কারখানা এবং দোকানগুলোতে দুর্ঘটনাজনিত বিস্ফোরণ প্রায়ই ঘটে থাকে। কারণ হিসেবে বলা হচ্ছে, কারখানা মালিকরা সাধারণত সুরক্ষা মান মেনে চলেন না।

Link copied!