কুররাম জেলার আফগান-পাকিস্তান সীমান্তে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৮ আফগান সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৬ জন। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
একটি সূত্র ডনকে জানায়, শনিবার (৭ সেপ্টেম্বর) পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের পালোসিন এলাকায় আফগানিস্তানের তালেবান সেনারা ভারী অস্ত্র দিয়ে পাকিস্তানি চেকপোস্টে হামলা চালান। এ সময় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালালে আফগানিস্তানের ৮ সেনা নিহত হন। নিহতদের মধ্যে খলিল এবং জান মুহাম্মদ নামে দুজন প্রধান কমান্ডার আছেন বলে জানা গেছে।
তবে এখন পর্যন্ত এ বিষয়ে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) কোনো বক্তব্য দেয়নি।
আফগান সেনা এই প্রথম পাকিস্তানি সীমান্ত সেনাদের ওপর হামলা চালাল এমন নয়। এর আগেও বহুবার দুই দেশের সীমান্তে এমন ঘটনা ঘটেছে। এ নিয়ে আফগানিস্তান ও পাকিস্তান সরকারের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। এমনকি সীমান্ত উত্তেজনার কারণে গত সপ্তাহে দুই দেশের বাণিজ্য স্থগিত ছিল।
ডন অপর এক পরিবর্তনে বলেছে, গত রোববারেও সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে দফায় দফায় গোলাগুলি হয়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
গত মে মাসে আফগান-পাকিস্তান সীমান্তে সংঘর্ষের জেরে খারলাচি এলাকায় বহু স্থানীয় মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তখন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় কাবুলকে তাদের উদ্বেগ জানিয়েছিল।