• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

৭.৩ মাত্রার ভূমিকম্প, ধসে পড়ল মার্কিন দূতাবাস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৪, ০৫:৩৩ পিএম
৭.৩ মাত্রার ভূমিকম্প, ধসে পড়ল মার্কিন দূতাবাস
ঘটনাস্থল। ছবি : সংগৃহীত

ভানুয়াতুতে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এসময় মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস ধসে পড়েছে ও ফ্রান্স-নিউজিল্যান্ডসহ অনেক দেশের দূতাবাস ও হাইকমিশন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টা ৪৭ মিনিটে প্রশান্ত মহাসাগরীয় এ দ্বীপরাষ্ট্রটিতে এমন আঘাত হানে ভূমিকম্পটি।

মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, ৭ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভানুয়াতুর প্রধান দ্বীপ এফাতের উপকূল থেকে ৩০ কিলোমিটার দূরে এবং ৫৭ কিলোমিটার গভীরে।

এএফপির তথ্যমতে, পোর্ট ভিলার একটি বিল্ডিংয়ে যুক্তরাষ্ট্র, ফ্রান্সসহ বেশ কিছু দেশের দূতাবাস অবস্থিত। ভূমিকম্পে সেই বিল্ডিংয়ের নিচের তলা ধসে পড়েছে। সেখানে মার্কিন দূতাবাস ছিল বলে দাবি করেছেন একজন স্থানীয় নাগরিক।

ভূমিকম্পের পর এক বিবৃতিতে ভানুয়াতুতে তাদের দূতাবাস বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

একই বিল্ডিংয়ে অবস্থিত নিউজিল্যান্ডের হাইকমিশনও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

তিন লাখের বেশি জনগণের দেশ ভানুয়াতুতে ঘন ঘন ভূমিকম্প হয়। বৈশ্বিক ঝুঁকি রিপোর্ট অনুযায়ী, সবচেয়ে বেশি প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি ভানুয়াতু। ভূমিকম্প, ঝড়, বন্যা ও সুনামির মতো অনেক প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয় এই দ্বীপপুঞ্জের জনগণকে।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কাছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত ভানুয়াতু প্রায় ৮০টি দ্বীপের সমন্বয়ে গঠিত একটি স্বাধীন দেশ।

Link copied!