• ঢাকা
  • শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩০, ২২ শা'বান ১৪৪৬

যাত্রীবাহী বাস থেকে জোর করে নামিয়ে ৭ ব্যক্তিকে গুলি করে হত্যা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০৪:৫৯ পিএম
যাত্রীবাহী বাস থেকে জোর করে নামিয়ে ৭ ব্যক্তিকে গুলি করে হত্যা
ঘটনার পর তৎপর রয়েছেন দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছবি : সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তানে একটি যাত্রীবাহী বাসে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে ৭ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলুচিস্তানের বারখান জেলায় এই হামলা হয়।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির  সংবাদমাধ্যম ডন।

হামলার দায় স্বীকার করে এখনো কোনো গোষ্ঠীর পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়নি। এ ছাড়া হামলার কারণ সম্পর্কেও নিশ্চিত হতে পারেননি তদন্তকারীরা।

এ বিষয়ে স্থানীয় এক জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা খুরশিদ আলম বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, “প্রায় ৪০ জন অজ্ঞাতনামা সশস্ত্র ব্যক্তি একাধিক বাস আটকে যাত্রীদের পরিচয়পত্র যাচাই শুরু করে। এরপর ৭ ব্যক্তিকে জোর করে বাস থেকে নামিয়ে গুলি করা হত্যা করা হয়। নিহতদের সবাই কেন্দ্রীয় পাঞ্জাবের অধিবাসী ছিলেন।”

এদিকে কয়েক দশক ধরে আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে পাকিস্তান সরকার লড়াই চালিয়ে যাচ্ছে। ওই অঞ্চলে শাসন ক্ষমতা ও প্রাকৃতিক সম্পদের ওপর অধিক নিয়ন্ত্রণের দাবি জানিয়ে আসছে বিদ্রোহীরা।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি এক বোমা হামলায় অন্তত ১১ জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। কয়লা শ্রমিকদের বহনকারী একটি গাড়ি লক্ষ করে ওই হামলা চালানো হয়েছিল।

Link copied!