• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

চিলিতে ট্রেনের ধাক্কায় মিনিবাসের ৭ আরোহী নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৩, ০২:৪৪ পিএম
চিলিতে ট্রেনের ধাক্কায় মিনিবাসের ৭ আরোহী নিহত
ছবি: সংগৃহীত

চিলিতে ট্রেনের সঙ্গে মিনিবাসের সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে এবিসি নিউজ।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১ সেপ্টেম্বর) দেশটির রাজধানী থেকে ৫০০ কিলোমিটার দক্ষিণের স্যান পেদ্রো দে লা পাজ শহরের এক রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি মিনিবাসকে ধাক্কা দিয়ে বেশ কয়েক মিটার ছেঁচড়ে নিয়ে যায়।

পুলিশ কর্মকর্তা হুয়ান ফ্রান্সিসকো কারাস্কো জানান, মিনিবাসে ১৪ আরোহী ছিল। তার মধ্যে ৭ জন দুর্ঘটনায় নিহত হন এবং আরও ৮ জন আহত হয়েছেন।

ঘটনাস্থলের নিকটবর্তী গিলের্মো গ্র্যান্ট বেনাভেন্তে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তাদের মধ্যে তিনজনের অস্ত্রোপচার করা হয়েছে।

চিলির রাষ্ট্রীয় রেলওয়ে কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, ট্রেন পার হওয়ার সময় ক্রসিং ব্যারিয়ার ঠিকমতোই কাজ করছিল। নিরাপত্তা ক্যামেরার ফুটেজ দেখে এ ব্যাপারে তারা নিশ্চিত হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, এমন কিছু গাড়িচালক আছেন, যারা ক্রসিং ব্যারিয়ার মানতে চান না।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!