ভয়াবহ ভূমিকম্পে বহু হতাহতের ঘটনায় সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে তুরস্কে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) এ ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এ সময়ের মধ্যে জাতীয় ও বিদেশি প্রতিনিধি অফিসে পতাকা অর্ধনমিত থাকবে বলে জানিয়েছেন তিনি।
এক টুইটবার্তায় এরদোয়ান বলেন, “ভূমিকম্পের কারণে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে ও আমাদের বিদেশি দূতাবাসগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।”
এদিকে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে পাঁচ হাজার ছাড়িয়ে গেছে।