• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

মনমোহন সিংয়ের মৃত্যুতে ভারতে ৭ দিনের জাতীয় শোক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৪, ১১:১৫ এএম
মনমোহন সিংয়ের মৃত্যুতে ভারতে ৭ দিনের জাতীয় শোক

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহের মৃত্যুকে সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। শুক্রবার (২৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনন্দবাজার।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জি পার্থসারথি দেশের সব মুখ্য সচিব এবং অন্য উচ্চপদস্থ কর্মকর্তাদের এই মর্মে চিঠি দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, মনমোহন সিংকে শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) থেকে বুধবার (১ জানুয়ারি) পর্যন্ত দেশে ‘জাতীয় শোক’ চলবে। ‘জাতীয় শোক’ ঘোষণা হওয়ার অর্থ, এই সময় দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সরকারি স্তরে কোনো বিনোদনমূলক অনুষ্ঠান হবে না।

অন্যদিকে কংগ্রেস জানিয়েছে, আগামী শনিবার মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হবে। বৃহস্পতিবার রাতে কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপাল জানান, শনিবার নয়াদিল্লিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক প্রধানমন্ত্রী মনমোহনের শেষকৃত্য সম্পন্ন হবে। এই বিষয়ে বিস্তারিত জানিয়ে শিগগিরই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বেণুগোপাল।

প্রাথমিকভাবে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রীর মরদেহ শুক্রবার তার মতিলাল নেহরু মার্গের বাসভবনে থাকবে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, সাধারণ মানুষও শেষ শ্রদ্ধা জানাতে পারবেন মনমোহনকে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে দিল্লির এমস হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন মনমোহন সিং। তিনি ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!