আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন সেখানেই আছেন তিনি। বাংলাদেশ সরকার একাধিকবার তাকে ফেরত চাইলেও ইতিবাচক কোনো সাড়া মেলেনি দেশটির সরকারের পক্ষ থেকে। তবে সরকার না চাইলেও সাধারণ মানুষদের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। দেশটির বেশিরভাগ মানুষই শেখ হাসিনাকে আশ্রয় দিতে চান না।
ইন্ডিয়া টুডের করা এক জরিপে এই তথ্য উঠে এসেছে। মুড অব দ্য ন্যাশন শীর্ষক ওই জরিপে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়ার ব্যাপারে আপনার মতামত কী?
জরিপে দেখা যায় পুরো ভারতের মাত্র ৩৭ দশমিক ৬ শতাংশ মানুষ মনে করেন যে, “শেখ হাসিনা ভারতের বন্ধু, তাই তাকে ভারতে আশ্রয় দেওয়া ঠিক আছে।” উত্তর-পূর্বাঞ্চলের মানুষের মধ্যে এই হার আরও কম। মাত্র ২৩ শতাংশ। অর্থাৎ বেশিরভাগ ভারতীয়ের দাবি, তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হোক।
জরিপে দেখা যায়, উত্তর-পূর্বাঞ্চলের ৫৫ শতাংশ মানুষ মনে করেন, ‘তাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত এবং বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সম্পোর্কন্নয়ন করা উচিত।’ এই মন্তব্যের পক্ষে সমর্থন জানিয়েছেন ভারতের ২১ দশমিক ১ শতাংশ মানুষ।
আর দেশটির ২৯ দশমিক ১ শতাংশ মানুষ মনে করেন শেখ হাসিনাকে বাংলাদেশে না পাঠিয়ে অন্য দেশে পাঠিয়ে দেওয়া উচিত। এই বক্তব্যকে সমর্থন করেছেন উত্তর-পূর্বাঞ্চলের ১৬ শতাংশ মানুষ।