• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

হিমাচলে বন্যা ও ভূমিধসে নিহত ৬০


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৩, ০৩:০৮ পিএম
হিমাচলে বন্যা ও ভূমিধসে নিহত ৬০

ভূমিধস এবং বন্যায় ভারতের হিমাচল প্রদেশে অন্তত ৬০ জন মারা গিয়েছেন। গত কয়েক দিনের ভারী বৃষ্টিপাতের ফলে রাজ্যজুড়ে মারাত্মক ভূমিধস এবং বন্যা দেখা দিয়েছে।

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, ভারতের উত্তরাঞ্চলের রাজ্যটি সাম্প্রতিক ভয়াবহ বন্যার ধাক্কা সামলে ওঠার আগেই আবারও দুর্যোগের কবলে পড়েছে। এতে হতাহতের পাশাপাশি ঘরবাড়ি ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতির হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শিমলায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় একের পর এক ভূমিধসে আটকা পড়েন বাসিন্দারা। হতাহতের পাশাপাশি মাটির নিচে চাপা পড়ে মৃতের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। বৃষ্টি ও ভূমিধসে রাজ্যটির যোগাযোগ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যটিতে প্রায় ৮০০ সড়ক-মহাসড়ক বন্ধ হয়ে গেছে।

আরেক জেলা মান্ডিতেও পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যার স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছেন বেশ কয়েকজন। এদিকে পার্শ্ববর্তী উত্তরাখন্ডেও গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় বন্যার পরিস্থিতির অবনতি হয়েছে।

এর আগে রোববার (১৩ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি এবং ভূমিধসের ফলে প্রদেশটির জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু ভূমিধসপ্রবণ এলাকার বাসিন্দাদের এলাকা ত্যাগ করার নির্দেশ দেন। ভূমিধসে হওয়া ক্ষয়ক্ষতির দায়িত্ব সরকার নেবে বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। হিমাচলের এ পরিস্থিতিতে সরকারি এবং বেসরকারি স্কুল, কলেজ বুধবার (১৬ আগস্ট) বন্ধ রাখার নির্দেশ দেয় প্রশাসন।

এর আগে সোমবার (১৪ আগস্ট) প্রবল বৃষ্টিতে শিমলার সামার হিলের একটি মন্দির ভেসে যায়। এ সময় অসংখ্য মানুষ মন্দিরের নিচে চাপা পড়েন। মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুর পর্যন্ত ১১ মৃতদেহ উদ্ধার করা হয়। প্রশাসন জানায়, ধসের সময় অন্তত ৩০ জন মানুষ মন্দিরের ভিতরে ছিলেন।

ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, হিমাচল প্রদেশের পাশাপাশি উত্তরখণ্ডেও আগামী ২৪ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর প্রধান এম মহাপাত্র জানান, বর্ষার সময় তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চল স্বাভাবিক অবস্থানের তুলনায় উত্তরে রয়েছে। এখন হিমালয়ের পাদদেশে রয়েছে সেই নিম্নচাপ অঞ্চল। অনুমান করা হচ্ছে সে কারণেই হিমাচল প্রদেশ এবং উত্তরখণ্ডে ভারী বৃষ্টি হয়ে চলেছে।

Link copied!