• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ১৭ শাওয়াল ১৪৪৬

৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে দ্বীপটিতে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫, ০৯:৪১ এএম
৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে দ্বীপটিতে
ছবি : সংগৃহীত

ফিজি দ্বীপপুঞ্জের দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (১৪ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮টা ৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৭৪ কিলোমিটার কিলোমিটার গভীরে।

মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা বলেছে, ভূমিকম্পের উৎপতত্তিস্থল গভীর সমুদ্রে হলেও কোনো সুনামি হুমকি নেই।

পর্যটন দ্বীপ ফিজি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এবং নির্মল সৈকতের জন্য বিখ্যাত। প্রতিবছর লাখ লাখ পর্যটক এই দ্বীপের সৌন্দর্য উপভোগ করতে যান।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর প্রায় ১০ লাখ পর্যটক ফিজিতে বেড়াতে গিয়েছিল।

এদিকে রোববার মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ ছাড়া রোববার সকালে মিয়ানমারের মেইকটিলা শহরের কাছে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। তবে তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে মাঝারি মানের একটি ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটির উত্তরাঞ্চলীয় পাঞ্জাব, খাইবার পাখতুনখাওয়াতেও ভূমিকম্প অনুভূত হয়।

Link copied!