মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটির গভীরতা ছিল ৮৬ দশমিক ২ কিলোমিটার। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পায়া যায়নি।
রোববার (১২ জানুয়ারি) বিকেলের দিকে ভূমিকম্পটি আঘাত হানে।
তথ্যটি নিশ্চিত করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ।
জানা গেছে, কোলকম্যান ডি ভ্যাজকুয়েজ প্যালারেজ থেকে আট কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পটির কেন্দ্রস্থল। এটি দেশটির রাজধানী মেক্সিকো সিটিতে প্রায় ৬০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। যেখানে প্রায় ২০ হাজার মানুষের বসবাস।
ভলকানো ডিসকভারির ওয়েবসাইটে বলা হয়, মেক্সিকোর টেকোম্যানের কোলিমা থেকে ৩৮ মাইল দূরে মানজানিলোতে ‘খুব শক্তিশালী ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প’ আঘাত হানে।
মেক্সিকো ৫টি টেকটোনিক প্লেটের ওপর অবস্থিত। ফলে এটি বিশ্বের সবচেয়ে ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ দেশগুলো মধ্যে একটি।