• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

মসজিদে বন্দুক হামলায় নিহত ৬


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৪, ০২:১৫ পিএম
মসজিদে বন্দুক হামলায় নিহত ৬
আফগানিস্তানের কাবুলে একটি মসজিদে নামাজ পড়ছেন মুসল্লিরা। ছবি : সংগৃহীত

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে একটি সরকারি মসজিদে বন্দুকধারীর হামলায় ৬ জন নিহত হয়েছেন। সোমবার (২৯ এপ্রিল) স্থানীয় সময় রাত ৯টার দিকে দেশটির হেরাত প্রদেশের গুজারা জেলায় এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

তালেবান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মতিন কানি যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “অজ্ঞাতনামা এক বন্দুকধারী গুজারার ওই মসজিদটিতে নামাজরত মুসল্লিদের ওপর গুলি চালায়। এতে ছয় বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন ও একজন আহত হয়েছেন।”

আফগানিস্তানের রাষ্ট্র পরিচালিত নিউজ এজেন্সি বাখতারও বন্দুক হামলায় ৬ জনের মৃত্যু খবরটি নিশ্চিত করেছে। এদিকে স্থানীয় গণমাধ্যম টোলো জানিয়েছে, মসজিদটি আফগানিস্তানের সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে বিশ্লেষকরা বলছেন, জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের আঞ্চলিক শাখা আফগানিস্তানের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!