পবিত্র ঈদুল ফিতরের ছুটি ঘোষণা করেছে সৌদি আরবে। ঈদ উপলক্ষে আগামী ৮ এপ্রিল থেকে ১১ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সৌদিতে শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় ১২ ও ১৩ এপ্রিলও ছুটি। ফলে সবমিলিয়ে এবারের ঈদে দেশটির মানুষ টানা ছয় দিনের ছুটি পাচ্ছেন।
শনিবার (২৩ মার্চ) ছুটির বিষয়টি নিশ্চিত করেছে সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। তারা জানায়, আগামী ২৯ রমজান থেকে শুরু হবে ঈদুল ফিতরের ছুটি।
এ বছর সৌদিতে পবিত্র রমজান মাস শুরু হয়েছে ১১ মার্চ থেকে। রমজান মাস ৩০ দিনের হলে সেখানে ১০ এপ্রিল ঈদ হবে। আর ২৯ দিনের হলে ঈদ হবে ৯ এপ্রিল। সেক্ষেত্রে ১০ তারিখ ছুটি শেষ হওয়ার কথা। তবে মন্ত্রণালয় জানিয়েছে ১০ এপ্রিলও ছুটি থাকবে।