• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসরায়েলে পাওয়া গেল ৫ লাখ বছর আগের হাতির দাঁত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২২, ০৬:২৩ পিএম
ইসরায়েলে পাওয়া গেল ৫ লাখ বছর আগের হাতির দাঁত

বিশাল একটি হাতির দাঁত পাওয়া গেছে ইসরায়েলের দক্ষিণ অংশে। দাঁতের ফসিলটি লম্বায় প্রায় ৮ ফুট ৩ ইঞ্চি। প্রাগৈতিহাসিক কালের হাতিটির বয়স অনুমান করা হচ্ছে প্রায় পাঁচ লাখ বছর।

রয়টার্স জানায়, প্রত্নতাত্বিকরা একটি খনন কাজের এলাকায় দাঁতটি খুঁজে পেয়েছেন। এছাড়াও আগুন জ্বালানোর চকমকি পাথরসহ অন্যান্য প্রাণীর দেহাবশেষ পাওয়া গেছে এলাকাটিতে।

প্রত্নতাত্ত্বিকরা বলছেন, এমন আবিষ্কার খুবই বিরল। ভূমধ্যসাগরীয় অঞ্চলের প্রাগৈতিহাসিক কালের প্রাণীদের সম্পর্কে জানতে সহায়তা করবে এই দাঁতটি।

দেশটির পুরাকীর্তি কর্তৃপক্ষ একটি লিখিত বক্তব্যে বলেছে, “এই অঞ্চলে পাওয়া হাতির দাঁতের ফসিলগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড়।”

সংরক্ষণ প্রক্রিয়া শেষে দাঁতটিকে ইসরায়েলের প্রত্নতত্ত্ব বিভাগের জাতীয় ক্যাম্পাসের প্রদর্শনীতে স্থায়ীভাবে রাখা হবে বলে জানানো হয়েছে।

সোজা দাঁতের হাতির এই প্রজাতিটি ২৪-৩৪ হাজার বছর আগে বিলুপ্ত হয়ে গেছে বলে জানা গেছে। এক একটি হাতির ওজন হতো ১৫ টন পর্যন্ত।

Link copied!