• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ৫.৬ মাত্রার ভূমিকম্প


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৯, ২০২৩, ১২:১৫ পিএম
আন্দামান-নিকোবর  দ্বীপপুঞ্জে ৫.৬ মাত্রার ভূমিকম্প

ভারতের আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারের কাছে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ৫ দশমিক ৬ বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। শনিবার (২৯ জুলাই) সকাল ৭টা ২৬ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে।

এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, মিকম্পটির উৎপত্তিস্থল ছিল পোর্ট ব্লেয়ার থেকে ১২৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৬৯ কিলোমিটার।

সংবাদমাধ্যমটি আরও জানায়, প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা সুনামি সতর্কতার খবর পাওয়া যায়নি।

Link copied!