• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভয়াবহ ট্যাংকার বিস্ফোরণে নিহত ৪৮


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৪, ০৯:২৮ এএম
ভয়াবহ ট্যাংকার বিস্ফোরণে নিহত ৪৮
ছবি : সংগৃহীত

একটি জ্বালানিবাহী ট্যাংকার বিস্ফোরণে রোববার ( ৮ সেপ্টেম্বর) অন্তত ৪৮ জন নিহত হয়েছেন। ঘটনাটি নাইজেরিয়ার উত্তর মধ্যাঞ্চলের নাইজারের। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, নাইজার রাজ্যে একটি যাত্রী ও গবাদিপশু বহনকারী ট্রাকের সঙ্গে জ্বালানি ট্যাংকার ট্রাকটির সংঘর্ষ হয়। এ সময় ট্যাংকারটিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর আশপাশে থাকা গাড়িতে আগুন ধরে যায়।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র হুসাইনি ইব্রাহিম জানান, নিহতের সংখ্যা এখন পর্যন্ত ৪৮ জন। কর্মকর্তারা ঘটনাস্থলে উদ্ধারকাজ পরিচালনা করছেন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
নাইজেরিয়ায় ট্যাংকার দুর্ঘটনা নতুন নয়। দেশটির ফেডারেল রোড সেফটি করপোরেশনের তথ্য অনুসারে, কেবল ২০২০ সালেই দেড় হাজারটি পেট্রল ট্যাংকার দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫৩৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১ হাজার ১০০ জনের বেশি।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!