• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তাইওয়ানে ৪.৪ মাত্রায় ভূমিকম্প


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৩, ১২:৫৫ পিএম
তাইওয়ানে ৪.৪ মাত্রায় ভূমিকম্প
প্রতীকী ছবি (সংগৃহীত)

তাইওয়ানের পূর্ব উপকূলীয় অঞ্চলে ৪ দশমিক ৪ মাত্রার কম্পন অনুভূত হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) ভোরে এ ভূমিকম্প হয় বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স (জিএফজেড) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৪। কম্পনটির উৎপত্তিস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার।

তাইওয়ানের তাইতুং কাউন্টি থেকে ১৬ দশমিক ৫ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে ভূমিকম্পটির উৎপত্তি হয় বলে জানিয়েছে তাইওয়ানের আবহাওয়া ব্যুরো।

রয়টার্স জানায়, তাইওয়ানের পূর্ব উপকূলীয় অঞ্চলে জনসংখ্যা কম হওয়ায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বৃহত্তর জনপদে ভূমিকম্প সামান্য অনুভূত হলেও, দেশটির রাজধানী তাইপেতে কোনো কম্পন অনুভূত হয়নি।

তাইওয়ান দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত। যার কারণে দেশটিকে ভূমিকম্পপ্রবণ এলাকা বলে মনে করেন আবহাওয়াবিদরা। 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!