• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ধেয়ে আসছে ভয়ঙ্কর বিরল ৪ ঘূর্ণিঝড়, শঙ্কিত আবহাওয়াবিদরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৪, ১২:৫৫ পিএম
ধেয়ে আসছে ভয়ঙ্কর বিরল ৪ ঘূর্ণিঝড়, শঙ্কিত আবহাওয়াবিদরা
যৌথ টাইফুন সতর্কতা কেন্দ্রের স্যাটেলাইট চিত্র। ছবি: সংগৃহীত

পৃথিবীতে ঝড় সংক্রান্ত রেকর্ড শুরু হয়েছে গত শতকের মাঝামাঝি সময় থেকে। ভয়াবহ সব ঝড়ের রেকর্ড ১৯৫১ সাল থেকে সংরক্ষণ করে আসছেন বিজ্ঞানীরা। তবে রেকর্ড শুরু হওয়ার সময় থেকে ৭৪ বছরের মধ্যে এবারই প্রথম বিরল চারটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের বার্তা পাওয়া যাচ্ছে। যেসব ঝড়ের চরিত্র বুঝতে পেরে শঙ্কিত হয়ে পড়েছেন খোদ আবহাওয়াবিদরাই।

জাপানের আবহাওয়া সংস্থা থেকে সংবাদমাধ্যম সিএনএনকে মঙ্গলবার (১২ নভেম্বর) এসব ঘূর্ণিঝড়ের তথ্য নিশ্চিত করেছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ঝড় সংক্রান্ত রেকর্ড শুরুর পর গত ৭৪ বছরের মধ্যে এবারই প্রথমবারের মতো নভেম্বর মাসে চারটি ভিন্ন ভিন্ন নামযুক্ত ঝড় একই সঙ্গে শক্তিশালী হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে শক্তিশালী চারটি আলাদা সামুদ্রিক ঘূর্ণিঝড় পশ্চিম প্রশান্ত মহাসাগরে ঘূর্ণায়মান অবস্থায় রয়েছে। দুর্যোগের ইতিহাসে এটি একটি বিরল ঘটনা হিসেবে উল্লেখ করে শঙ্কিত হয়ে পড়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন, বিরল ধরনের ভয়াবহ এই দুর্যোগের কারণ হচ্ছে মহাসাগরের উষ্ণতা বেড়ে যাওয়া। এসব ঘূর্ণিঝড় ঝড়প্রবণ ফিলিপাইনের জন্য আরও দুর্ভোগ বয়ে আনতে পারে।

যৌথ টাইফুন সতর্কতা কেন্দ্রের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করেছেন জাপানের আবহাওয়া সংস্থার কর্মকর্তারা। তারা দেখতে পাচ্ছেন, চারটি ঝড় পশ্চিম প্রশান্ত মহাসাগরের বিশাল এলাকাজুড়ে বিস্তৃত যা ভিয়েতনাম থেকে গুয়াম পর্যন্ত ছড়িয়ে রয়েছে। এসব ঝড়ের নাম দেওয়া হয়েছে টাইফুন ইনশিং, টাইফুন তোরাজি, ক্রান্তীয় ঝড় উসাগি এবং ক্রান্তীয় ঝড় ম্যানই।

দিন দিন ঘূর্ণিঝড়ের গতি তীব্র থেকে তীব্রতর হচ্ছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। তাদের মতে, প্রতিবছর একাধিক ঝড়ের কবলে পড়ে ফিলিপাইন। ব্যাপক মাত্রার ক্ষতিগ্রস্ত হয়। তবে গেল অক্টোবরে ধারাবাহিক টাইফুনের তীব্র গতি পুনরুদ্ধার প্রচেষ্টাকে জটিল করে তুলেছে। যে কারণে দেশটিতে হাজার হাজার মানুষকে এখনো আশ্রয়কেন্দ্রে অবস্থান করতে হচ্ছে।  

শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড়। 

গত ৭ নভেম্বর উত্তর-পূর্ব ফিলিপাইনে টাইফুন ইনশিং যে গতিবেগে আঘাত হানে তারা মাত্রা ছিল আটলান্টিকের ক্যাটাগরি ৪ হারিকেনের সমান। ঝড়টি প্রবল বৃষ্টিপাত, উত্তাল ঢেউ এবং ভূমিধস ঘটিয়ে শেষ হয়। চারদিন পর ১১ নভেম্বর টাইফুন তোরাজি লুজোনের অরোরা প্রদেশের পূর্ব উপকূলে আঘাত হানে। এর বাতাসের গতি আটলান্টিকের ক্যাটাগরি ওয়ান হারিকেনের সমান।

ফিলিপাইন আরও একটি শক্তিশালী ঝড়ের জন্য প্রস্তুতি নিচ্ছে, যা পাঁচ দিনের মধ্যে প্রভাব ফেলতে পারে। ট্রপিক্যাল স্টর্ম উসাগি লুজোনের প্রায় ৭৫০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত এবং ফিলিপাইনের দিকে ধেয়ে আসার সময় এটি টাইফুনে পরিণত হয়েছে। 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!