ভারতে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সিলেটের ৪ আওয়ামী লীগ ও যুবলীগ নেতা। গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন আরও দুজন। রোববার (৮ নভেম্বর) কলকাতার নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদজনে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সহ-সভাপতি রিপন ও সদস্য জুয়েল। পলাতক দুজন হলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অফসর আজিজ ও সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু।
শিলং পুলিশ জানায়, সরকার পতনের পর তারা সিলেট থেকে পালিয়ে শিলংয়ে অবস্থান করার সময় ওই ফ্ল্যাটে ধর্ষণের ঘটনা ঘটায়। পরে ভুক্তভোগী শিলং থানায় ছয়জনকে আসামি করে মামলা করেন।